প্রকাশিত: Fri, Feb 3, 2023 3:51 PM
আপডেট: Tue, Apr 29, 2025 11:47 PM

ক্রাইম পেট্রল দেখে অপহরণ ও হত্যা, ৫ স্কুলছাত্র আটক

জাফর ইকবাল:  নিহত নিরব মন্ডল খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া গ্রামের শেখর মণ্ডলের ছেলে। সে গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিলো। বৃহস্পতিবার রাত ১টার দিকে স্কুলের একটি কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এলাকাবাসী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার প্রতিদিনের ন্যায় বাড়ির পাশে গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে যায়। এরপর নির্দিষ্ট সময়ে বাড়ি না ফেরায় পরিবার তাকে খোঁজাখুজি শুরু করে। এরপর বিকাল সাড়ে ৪টার দিকে নিরবের পিতা শেখরের কাছে ফোন করে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় থানায় জিডি করেন শেখর মণ্ডল।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ওই স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী গুটুদিয়া গ্রামের মৃত সৈয়দ আলী মোল্যার ছেলে সোহেল মোল্যা, পঙ্কজ মণ্ডলের ছেলে পিতু মণ্ডল, প্রকাশ রায়ের ছেলে হীরক রায়, ষষ্ঠ শ্রেণির ছাত্র ক্ষিতিশ রায়ের ছেলে দীপু রায় ও দশম শ্রেণির ছাত্র উপজেলার তেলিগাতি গ্রামের অনিমেশ কবিরাজের ছেলে পিয়াল মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

ডুমুরিয়া থানার ওসি শেখ কনি মিয়া বলেন,  মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন পাঁচজনকে আটক করা হয়েছে।  তারা ক্রাইম পেট্রোলের একটি পর্ব দেখে ঘটনাটি ঘটায়। সেই প্লান অনুযায়ী কার কী ভূমিকা থাকবে, সেই  অনুযায়ী তারা ভূমিকা নিয়েছে। 

তারা এই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। সম্পাদনা: মুরাদ হাসান